বোয়ালখালীতে এমপি’র ভাই মৃদুল লাঞ্চিত
শনিবার, ৪ জুন ২০১৬, ০৩:৫০ অপরাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি
বোয়ালখালী প্রতিনিধি: লটারী নিয়ে কথা কাটাকাটির জেরে বোয়ালখালীর সাংসদ মঈন উদ্দিন খান বাদলের ভাই মৃদুলকে লাঞ্চিত করেছে ছাত্রলীগসহ এলাকাবাসী।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব কালুরঘাট পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বোয়ালখালীতে দীর্ঘ ১পক্ষ যাবৎ বৈশাখি মেলার নামে চলা র্যাফেল ড্র’র লটারী সিএনজি ট্যাক্সি করে বিক্রি করতে গেলে পূর্ব কালুরঘাট পাঠানপাড়া এলাকায় স্থানীয়রা বাঁধা দেয়। এতে সহযোগী হিসেবে যোগ দেয় স্থানীয় ছাত্রলীগ নেতা কর্মীরাও। তারা র্যাফেল ড্র বিক্রির ট্যাক্সি আটক করে রাখে।
এখবর মেলা কর্তৃপক্ষকে জানালে ওই ট্যাক্সি উদ্ধার করতে পাঠানপাড়া এলাকায় যান সাংসদ মঈনউদ্দিন খান বাদলের ভাই মৃদুল।
এসময় ছাত্রলীগের নেতৃত্বে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে লটারী বন্ধের দাবি জানান। তারা দাবি করেন, লটারী বন্ধ না করলে ট্যাক্সি ফেরত দেয়া হবে না। এতে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এ ঘটনায় এমপি’র ভাইকে লাঞ্চিত করে এলাকাবাসী।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা এস এম বোরহান উদ্দিন বলেন, লটারীর নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। একারণে সরকারের বদনাম হচ্ছে। ট্যাক্সি আটক করার পর এমপি’র ভাই মৃদুল সাহেব প্রতিবাদ করতে আসেন। তাই এলাকাবাসীর সাথে তাঁর তর্কাতর্কির ঘটনা ঘটে, এতে তিনি লাঞ্চনার শিকার হন।
উল্লেখ্য, গত ১২ মে থেকে উপজেলার ছনদন্ডী জোটপুকুর পাড় এলাকায় চলছে বৈশাখী মেলা। এ মেলায় দৈনিক মনি মুক্তা, আশার প্রদীপ র্যাফেল ড্র-এর নামে চলছে জুয়ার আসর। প্রশাসনের নাকের ডগায় মানুষের পকেটের টাকা হাতিয়ে নিলেও এ পর্যন্ত বিহীত ব্যবস্থা নেয়নি প্রশাসন।
পিএস/এমকে
মন্তব্য করুন