বাবুল আকতারের স্ত্রীর প্রথম জানাজা সম্পন্ন
রবিবার, ৫ জুন ২০১৬, ০৪:৫৫ অপরাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

চট্টগ্রাম অফিস: দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত পুলিশের এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতুর (৩০) প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৩টায় নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে মরহুমার মরদেহ ঝিনাইদহস্থ গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তার দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে বলে সিএমপির কর্মকর্তারা জানান।
দামপাড়ায় অনুষ্ঠিত প্রথম জানাজায় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, এম এ লাতিফ এমপি, পুলিশ কমিশনার ইকবাল বাহার, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা জিয়াউদ্দিন চৌধুরী বাবলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজনসহ বিভিন্ন সংগঠন ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার সকাল পৌনে ৭টার দিকে নগরীর নাছিরাবাদ ওআর নিজাম রোড়স্থ বাসা থেকে ছেলেকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে জিইসি’র মোড় যাওয়ার সময় বাসার কাছে ওয়েল ফুড দোকানের সামনে দুর্বৃত্তরা গুলি ও ছুরিকাঘাত করে সাহসী পুলিশ অফিসার বাবুল আকতারের স্ত্রীকে মাহমুদা খানম মিতুকে (৩০) হত্যা করা হয়।
এসআই/এমএল
মন্তব্য করুন