সাজেকের পর্যটন কটেজে আগুন
সোমবার, ১৬ এপ্রিল ২০১৮, ০৯:১৯ পূর্বাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

ডেস্ক প্রতিবেদন: রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রে আগুন লেগে তিনটি কটেজ পুড়ে গেছে।আগুনে পার্শ্ববর্তী গরবা রেস্ট হাউজ এবং সাজেক বিলাসে ছড়িয়ে পড়ে।
রবিবার রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খাগড়াছড়ির দিঘীনালা ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিবাগত রাত ২টার দিকে হঠাৎ রুইলুই পর্যটন কেন্দ্রের কাচালং রেস্ট হাউজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী গরবা রেস্ট হাউজ এবং সাজেক বিলাসে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে পর্যটকদের সরিয়ে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
মন্তব্য করুন