'বন্দুকযুদ্ধে' নিহত ২
বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮, ০১:১১ অপরাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি
কক্সবাজার: কক্সবাজারে বিজিবি ও র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে রামু উপজেলার হিমছড়ি এলাকায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক বন্দুকযুদ্ধের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দুইজনই মাদক ব্যবসায়ী বলে পুলিশের ধারণা। তাদের মধ্যে একজনের নাম এনামুল হক (২৬)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক জানান, বিজিবি-র্যাবের তল্লাশি চৌকি অতিক্রম করার সময় সংকেত অমান্য করে কক্সবাজারের দিকে দ্রুত যাচ্ছিল একটি গাড়ি। তখন র্যাব তাদের ধাওয়া দেয়।
তিনি জানান, এ সময় র্যাবকে লক্ষ্য করে কয়েকটি গুলি চালানো হয়। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
মন্তব্য করুন