চট্টগ্রামে মা-মেয়ের লাশ উদ্ধার
মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮, ০২:৩৩ অপরাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

চট্টগ্রাম: চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এলাকার একটি বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন- হোসনে আরা বেগম (৫০) ও তার মেয়ে পারভীন আকতার (২২)।
ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম বলেন, ধারণা করা হচ্ছে- মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে পারভীনের স্বামী পলাতক রয়েছে।
ওসি জানান, পারভীনের স্বামী তাদের খুন করে থাকতে পারে। তাকে আটক করা গেলে খুনের রহস্য জানা যাবে।
মন্তব্য করুন