ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
বুধবার, ১ জুন ২০১৬, ০৯:৪২ পূর্বাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশাই ব্রিজে আমভর্তি একটি ট্রাক বিকল হওয়ার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়।
যানজটের কারণে পরিবহনের যাত্রীসহ অফিস ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। তাদের অনেকেই পায়ে হেঁটে ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছেন।
কোনাবাড়ির সালনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ খান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী আম ভর্তি একটি ট্রাক বিকল হয়ে পড়ে। বুধবার সকাল সাড়ে ৫টার দিকে ওই ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নিলেও রাস্তায় গাড়ির চাপ বেড়ে যায়। সকাল ৮টার দিকেও কালিয়াকৈর উপজেলার মৌচাক থেকে চন্দ্রা এলাকা পর্যন্ত ওই অবস্থা বিরাজ করছিল।
এসএ
মন্তব্য করুন