টাঙ্গাইলে পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু
বৃহস্পতিবার, ২ জুন ২০১৬, ১১:৪৯ অপরাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, উপজেলার বিলচাপড়া গ্রামের রফিকুল ইসলামের কন্যাসন্তান মরিয়ম (৪), মোতালেব হোসেনের দুই কন্যা সাদিয়া (৪) ও আফিয়া (০৩)।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বিলচাপড়া গ্রামের রফিকুল ইসলাম ও তার ছোট ভাই মোতালেবের তিন শিশু বাড়ির পাশের নতুন খননকৃত পুকুরের পাশে খেলা করছিল। এ সময় আফিয়া ওই পুকুরে পড়ে গেলে মরিয়ম ও সাদিয়া তাকে উদ্ধার করতে পানিতে নামলে তিনজনই ডুবে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জাহিদুজ্জামান জুয়েল জানান, হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
এসএ
মন্তব্য করুন