জুয়েলার্স সমিতির ধর্মঘট প্রত্যাহার
শনিবার, ১০ জুন ২০১৭, ০৪:৪৮ অপরাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

ডেস্ক প্রতিবেদন: রোববার থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই-এর সম্মেলন কক্ষে এ ঘোষণা দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি এনামুল হক খান দোলন। এসময় সেখানে উপস্থিত ছিলেন জুয়েলার্স সমিতির সভাপতি গঙ্গাচরণ মালাকার।
এনামুল হক খান দোলন জানান, আমরা ধর্মঘটে না গেলেও সরকারের কাছে সোনা আমদানির ব্যাপারে পূর্ণাঙ্গ নীতিমালা চেয়েছি। এটা হওয়া না পর্যন্ত আমাদের যেনো হয়রানি না করা হয় সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।
এনামুল হক খান বলেন, ‘বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে খুব শিগগিরই স্বর্ণ নীতিমালা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। এ আশ্বাসের জন্যই আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।’
এর আগে বৃহস্পতিবার স্বর্ণনীতিমালাসহ বেশ কয়েকটি দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
মন্তব্য করুন