বেরোবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে সাধারণ ডায়রি
রবিবার, ১৪ এপ্রিল ২০১৯, ১১:৩৩ পূর্বাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি
/FB_IMG_1555221078866_(1).jpg)
ক্যাম্পাস ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এর ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়ার বিরুদ্ধে তাজহাট থানায় সাধারণ ডায়রি দায়ের করেছেন শেখ হাসিনা হল এবং ড.ওয়াজেদ ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সাইট ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইন।
রবিবার (১৪ এপ্রিল) সকালে তাজহাট থানায় সাধারণ ডায়রি করেন তিনি। সাধারণ ডায়রিতে মোশারফ হোসাইন বলেন, গত শুক্রবার বিকাল ৩ টার দিকে ড. ওয়াজেদ ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটের অফিস কক্ষে এসে ১৪ লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং নগদ ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে হুমকি দেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা হল এবং ড. ওয়াজেদ ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণাধীন ভবনের ইনচার্জ ইঞ্জিনিয়ার ইকবাল বাহারকে টাকা প্রদানের জন্য চাপ দেন এবং নির্মাণ কাজ বন্ধ করার জন্য শ্রমিকদের চাপ দেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাধারণ ডায়রিতে দাবি করেন।
এ ব্যাপারে ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়ার মোবাইল নম্বরে সংযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এসএ
মন্তব্য করুন