সুস্থ অনু মালিক
সোমবার, ৩০ মে ২০১৬, ১১:৪৬ পূর্বাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

বিনোদন ডেস্ক: মিউজিক ডিরেক্টর অনু মালিক আপাতত সুস্থই আছেন। অস্ত্রোপচারের পর তাঁর স্বাস্থ্যের ক্রমশ উন্নতি হচ্ছে। তবে তাঁকে এখনও ICU-তেই রাখা হয়েছে।
অন মালিকের মেয়ে আনমোল জানিয়েছেন, গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হল অনু মালিক। শুক্রবার হয় অস্ত্রোপচার। আপাতত ICU-তে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে চিন্তার কিছু নেই। দ্রত সুস্থ হয়ে উঠছেন তিনি। বৃহস্পতিবারের মধ্যে ছাড়া পাবেন।
আশা ভোঁসলে, মহেশ ভাটের মতো অনেকে অনু মালিকের স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন। তাঁরা হাসপাতালে অনু মালিকের সঙ্গে দেখাও করেছেন। এই জন্য তাঁদের ধন্যবাদ দিয়েছেন আনমোল।
মন্তব্য করুন