সানি লিওনের নতুন সিনেমা আসছে
বৃহস্পতিবার, ২ জুন ২০১৬, ০৯:২০ পূর্বাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

বিনোদন ডেস্ক: বলিউডে কানাডিয়ান সাবেক পর্নস্টার সানি লিওনের আরো একটি নতুন সিনেমা আসছে। এবার আরবাজ খানের সঙ্গে জুটি বাঁধছেন প্রাক্তন পর্নস্টার। ‘তেরা ইন্তেজার’ সিনেমা আরবাজের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে সানিকে।
গুজরাটে কচ্ছের রনে আগামী আগস্ট থেকে সিনেমার জন্য শ্যুটিং শুরু করবেন আরবাজ ও সানি। দুজনকে রিয়েলিটি শো স্পিটসভিলা ৯-এও দেখা যাবে।
সানি বলেছেন, আরবাজের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।
কচ্ছের রনে রাজীব বালিয়া নির্দেশিত ‘তেরা ইন্তেজার’ ছবির শ্যুটিং হবে ২৫ দিন ধরে। এছাড়াও বিদেশেও শ্যুটিং হবে।
সূত্রের খবর, এই সিনেমার জন্য প্রথম থেকেই উত্সাহিত ছিলেন আরবাজ। সানি চিত্রনাট্য শুনেই এক কথায় রাজি হয়ে যান।
মন্তব্য করুন