বলিউডে ড্যানিয়েল ক্রেগ!
বৃহস্পতিবার, ২ জুন ২০১৬, ০৮:২২ অপরাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

বিনোদন ডেস্ক: হলিউডের রূপালি পর্দা কাঁপানো চরিত্র জেমস বন্ড সিরিজের সর্বশেষ কিস্তি ‘স্পেকটার’ এ অভিনয়ের মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারের ইতি টানেন হলিউড তারকা ড্যানিয়েল ক্রেগ। এবার সেই ক্রেগকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলিউডের পরিচালক তিগমাংশু ধুলিয়ার পরবর্তী ছবিতে।
জানা যায়, চলতি মাসেই একটি চ্যারিটি ফুটবল ম্যাচের অনুষ্ঠানে যোগ দিতে দিল্লীতে আসবেন ড্যানিয়েল ক্রেগ। আর সেখানেই এই জেমস বন্ড তারকাকে নিজের নতুন ছবিতে কাজের প্রস্তাব দিতে চান তিগমাংশু।
তিগমাংশু জানান, ‘অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে সাজানো হয়েছে আমার পরবর্তী ছবির গল্প। এমন একটি গল্পের ছবিতে নায়কের ভূমিকায় ক্রেগ একদম যোগ্যতম প্রার্থী। তবে বলিউডের ছবিতে কাজ করবেন কিনা তা নির্ভর করবে ক্রেগের সম্মতির উপর।
এর আগে বলিউডের প্রথম সারির তারকারা হলিউডের ছবিতে কাজ করলেও, হলিউডের প্রথম সারির তারকাদের কখনোই দেখা যায় বলিউডের ছবিতে।
এসএ
মন্তব্য করুন