সিরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলায়, ২ পুলিশ সদস্য নিহত
শুক্রবার, ৩ জুন ২০১৬, ০৯:৫৯ পূর্বাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার লাতাকিয়া প্রদেশে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় দুইজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। এ হামলায় নিহত দু’জনই পুলিশের সদস্য।
বৃহস্পতিবার আসরের নামাজ শেষে খুলাফা রাশিদিন নামে ওই মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার সময় হামলাকারী এ বিস্ফোরণ ঘটায়।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা এ তথ্য জানিয়েছে।
এ হামলায় এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে এর আগে প্রদেশটির বিভিন্নস্থানে হামলার দায় স্বীকার করেছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
মন্তব্য করুন