মুম্বাই-পুনেতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭
রবিবার, ৫ জুন ২০১৬, ০৯:৩৮ পূর্বাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাই-পুনে হাইওয়েতে একটি বাস ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে ১৭ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।
রবিবার সকালে মুম্বাই পুনে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বাস ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে বাস ও প্রাইভেট কারের আরোহীদের উদ্ধারের চেষ্টা করা হয়। ঠিক কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
এসএ
মন্তব্য করুন