তানজানিয়ায় ফেরি ডুবিতে নিহত ৪০
শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮, ১০:২০ পূর্বাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

আন্তর্জাতিক ডেস্ক: তানজানিয়ায় যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ৪০ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছে অনেকে। উত্তর তানজানিয়ার লেক ভিক্টোরিয়াতে এই ফেরি ডুবির ঘটনা ঘটে। শতাধিক লোককে জীবিত উদ্ধার করা হয়েছে। ফেরিতে চার শতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে।
স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ডুবে যাওয়া মানুষের সংখ্যা ২০০’র বেশি হতে পারে। স্থানীয় সময় শুক্রবার ভোর পর্যন্ত উদ্ধারকাজ স্থগিত রাখা হয়েছে।
কর্মকর্তারা আরো জানিয়েছে, এখন পর্যন্ত শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক।
এমভি নায়রিরি নামের ফেরিটি উকোরা এবং বুগোলোরা দ্বীপের মাঝামাঝি পৌছে উল্টে যায়। ধারণা করা হচ্ছে, ফেরিটি ডকে ভেড়ানোর পর যাত্রীরা ফেরির একপাশে এসে দাঁড়ালে তা উল্টে যায়।
উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধার অভিযানে যোগ দেয়। রিজিওনাল হাইকমিশনার এডাম মালিমা বলেন, আমরা সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি হতাহতের সংখ্যা আর যেন না বাড়ে। এই অঞ্চলে ১৯৯৬ সালে একটি ফেরি ডুবে ৮ শতাধিক লোকের মৃত্যু হয়েছিল। -বিবিসি
মন্তব্য করুন