১.৪ টন হাঁড় পুড়ালো মিয়ানমার
শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮, ১২:১১ পূর্বাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

আন্তর্জাতিক ডেস্ক: বিপুল পরিমান হাঁড় পুড়িয়েছে মিয়ানমার সরকার। বৃহস্পতিবার দেশটির রাজধানী নাইপিতয়ের প্রায় ১.৪ টন ওজনের এইসব হাড় পোড়ানো হয়।
এই সময় প্রাকৃতিক সম্পদ ও পরিবেশমন্ত্রী ওহন সিন বলেছেন, 'জমি, পানি, জঙ্গল, পর্বত ও বন্যপ্রাণ-- এসবই ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের বাঁচিয়ে রাখা প্রয়োজন।'
বাজেয়াপ্ত হওয়া হাতির দাঁত, প্যাংগোলিনের হাড় এবং অন্য বহু জীবজন্তুর শরীরের অংশ পুড়িয়ে ফেলল মিয়ানমার সরকার। এর মধ্যে ছিল হাতির ২৭৭টি দাঁত, হরিণের ১৫৪৪ টি শিং এবং বাঘের ১৮০টি হাড়।
বেআইনি ভাবে জীবজন্তুর হাড় ও দাঁত পাচারের সময় এগুলো উদ্ধার হয়েছিল। পুড়িয়ে ফেলা অংশের বাজার মূল্য প্রায় ১.৩ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা অন্তত ১২কোটি টাকার কাছাকাছি।
মিয়ানমারের দুই সীমান্ত দেশ হল থাইল্যান্ড ও লাওস। এই তিন দেশ থেকেই বিপুল পরিমাণে বন্যপ্রাণের বেআইনি পাচার হয়। বেশিরভাগটাই হয় চীনে। প্রায় তিন বছর ধরে এর পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।
মন্তব্য করুন