চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় পুলিশ সদস্য নিহত
বুধবার, ১ জুন ২০১৬, ০৬:১২ অপরাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল আরিফুর রহমান (২৬) নিহত হয়েছেন।
বুধবার দুপুরে জীবননগর হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুর উপজেলার গয়েশপুর গ্রামের আবু বক্করের ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, নিহত কনস্টেবল আরিফুর রহমান ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড থানার সনাতনপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ছুটি নিয়ে তিনি মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে হাসপাতাল সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে পাঠান। পরে অ্যাম্বুলেন্সে যশোর নেওয়ার পথে কোটচাঁদপুর নামক এলাকায় তার মৃত্যু হয়।
পুলিশ ট্রাক্টরটি আটক করে থানা হেফাজতে নিয়েছে বলেও জানান তিনি।
এমএল
মন্তব্য করুন