পথ-চাওয়া
মঙ্গলবার, ৩১ মে ২০১৬, ০৮:৫৪ অপরাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

চাণক্য বাড়ৈ
হলদি বনে ফুল ফুটেছে দুয়ার খুলে দেখি
কখন যেন মনের পটে নামটি তোমার লিখি
অনেকগুলো শ্রাবণ গেল অনেক বরষা
এক ফোঁটা জল পাইনি কেবল মেটাই পিপাসা
তোমার বুকে কুসুম দোলে, আমার চোখে সুখ
স্বপ্নমাখা ফাগুনবেলা আগুনলাগা দুখ্
জোনাকজ্বলা রাত পোহালে শুকতারাটি হাসে
বরই ফুলের নথ পরেছ-- শুধুই মনে আসে
পথের পাশে উঠলে ফুটে হঠাৎ বুনোফুল
যতন করে কার কানেতে পরিয়ে দেব দুল?
সাতসকালে শিউলিতলে অবাক চেয়ে রই
লুটিয়ে থাকা ফুল কুড়োবে এমন মানুষ কই!
আমন ধানের গন্ধ নিয়ে আসল পুবের হাওয়া
আমার তবু হলো না শেষ পথের পানে চাওয়া।
মন্তব্য করুন