আরাধ্য
মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮, ০৩:২৫ অপরাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি
দাও আমায় প্রভু দেখা।।
তোমায় ছাড়া আমি একা
থাকি কেমনে প্রাণ সখা।
দিবালোকে খুজি কারে?
প্রভু তোমারে, শুধুই তোমারে।
বিভাবরী কেন জাগি?
তোমারি লাগি,
থেকেও কাছে কেন অদেখা?
করি তোমারে আরাধনা,
যদি না দাও দেখা-
তবে বৃথা মোর সাধনা।
দিবস-শর্বরী, দেহ-মন জুড়ি
শুধু বন্দনা তোমারি
ওহে মনোহারী-
কর অভয় প্রদান মোরে-
দেখা দিবে নির্জনে একা।
মন্তব্য করুন