আজ নেলসন ম্যান্ডেলার জন্মশতবার্ষিকী
বুধবার, ১৮ জুলাই ২০১৮, ১১:৫৩ পূর্বাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

ডেস্ক প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী কিংবদন্তি নেতা এবং শান্তিতে নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলার জন্মশতবার্ষিকী আজ। নানা আয়োজনে দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন স্থানে অবিসংবাদিত এই নেতার জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জন্মগ্রহণ করেন সাবেক প্রেসিডেন্ট ম্যান্ডেলা। তরুণ বয়স থেকেই বর্ণবাদ-বিরোধী আন্দোলনে নাম লেখান তিনি। ম্যান্ডেলার ৯৫ বছরের জীবদ্দশার ২৭ বছরই কেটেছে কারাগারে। ১৯৯৪ সালে প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ হিসেবে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ২০১০ সালে জাতিসংঘ ১৮ জুলাইকে ম্যান্ডেলা দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৩ সালের ৫ ডিসেম্বর পরলোক গমন করেন বৈষম্য আর বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার এই বিশ্বনেতা।
এদিকে ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিশাল স্মরণ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
মন্তব্য করুন