নাটোরে খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
রবিবার, ৫ জুন ২০১৬, ০১:০৪ অপরাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সুনীল গোমেজ নামে এক খ্রিস্টান মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বনপাড়ার খ্রিস্টানপাড়ায় এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সুনীল গোমেজের মুদির দোকান রয়েছে। সকালে বাড়ির সঙ্গে লাগোয়া ওই দোকানে তিনি বসেছিলেন। কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। দোকানের টেবিলের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ গেছে বলেও জানান তিনি।
এসএ
মন্তব্য করুন