শিবগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী এনামুল হকের গণসংযোগ
বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৮ অপরাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ঘোড়াপাখিয়া ইউনিয়নে মতবিনিময় ও গণসংযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) এর সাবেক সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা প্রকৌশলী ব্রিগে. জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হক।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাট, ইংলিশ বাজার এলাকায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন তিনি। এসময় সঙ্গে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওসমান মাস্টার, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, পাশের ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ঘোড়াপাখিয়া ইউনিয়নের সদস্য মো. জাকারিয়া হোসেন প্রমুখ।
মন্তব্য করুন