রংপুরে প্রাক বাজেট উপলক্ষে সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ৩১ মে ২০১৬, ০৫:৩১ অপরাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি
রংপুর প্রতিনিধি: বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বির্নিমাণে ২০১৬-২০১৭ অর্থ বছরের প্রাক- বাজেট
প্রস্তবনা উপলক্ষ্যে রংপুর চেম্বার ভবনে মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রাক-বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ড. মোরশেদ হোসেন।
এ সময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক হাবিবুর রহমান, কারমাইকেল কলেজের সহকারী অধ্যাপক কামরুন নাহার,সমিতির আজীব রোকেনুজ্জামান হিমু, শাহজাহান আলীসহ সমিতর সদস্যবৃন্দ, শিক্ষার্থী, গন্যমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থনীতি সমিতির প্রস্তাবিত বাজেটে প্রায় ৮ লক্ষ ৮ হাজার ১৪২ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়।
এইচআর/এমকে
মন্তব্য করুন