দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বুধবার, ১ জুন ২০১৬, ০১:৪৫ অপরাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের টিঅ্যান্ডটি মোড়ে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোবাসের চালক মো. আবু রায়হান (২৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু রায়হান উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান চৌধুরী জানান, রাতে রায়হান মাইক্রোবাস নিয়ে ঘোড়াঘাট থেকে বগুড়া যাচ্ছিলেন। পথে টিঅ্যান্ডটি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। রায়হানকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএ
মন্তব্য করুন