খুলছে ফোর-জি ও থ্রি-জি
রবিবার, ৫ আগস্ট ২০১৮, ১১:৪৪ অপরাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

ঢাকা: প্রায় চব্বিশ ঘণ্টা বন্ধ থাকার পর মোবাইল ইন্টারনেটের গ্রাহকরা ফোর-জি ও থ্রি-জি সেবা পেতে শুরু করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল অপারেটরগুলোর একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে ইন্টারনেট গতি স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। কিছু সময়ের মধ্যেই গ্রাহকরা আগের মত গতি পাবেন ইন্টারনেটে।
ফেসবুকের মাধ্যমে যেন কোনো গুজব ছড়াতে না পারে এজন্য ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল বলে বিটিআরসির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছিলেন।
মোবাইল অপারেটরগুলোর কর্মকর্তা তখন বলেছিলেন, ইন্টারনেটের গতি ১২৮ কেবিপিএসে নামানোর নির্দেশনা দেওয়া হয়েছে তাদের।
তবে এভাবে কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে জানিয়েছেন বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক। তিনি শনিবার রাতে বলেন, বিটিআরসি থেকে মোবাইল অপারেটরগুলো ইন্টারনেট সেবা নিয়ে কোন ধরণের নির্দেশনা দেয়া হয়নি।
এদিকে রোববার দুপুরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি দাবি করেছে, কোনো নির্দেশনা নয় কারিগরি ক্রটির কারণেই মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে।
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পারিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান রোববার গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে সারা দেশে মোবাইল ইন্টারনেটে সমস্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ গ্রাহকদের এ সমস্যা সমাধান করতে কাজ করছে।
মন্তব্য করুন