সুনামগঞ্জের হাওরে মাছ ধরা যাবে
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭, ০৫:৪৫ অপরাহ্ণ, বাংলাপ্রেস ডটকম ডটবিডি

ডেস্ক প্রতিবেদন: সুনামগঞ্জের হাওরে মাছ ধরার ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে এখন থেকে আবার হাওরে মাছ ধরা যাবে।
সুনামগঞ্জের জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা সংকর রঞ্জন দাস মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা শেষে মৎস্য কর্মকর্তা এসব তথ্য জানান।
সুনামগঞ্জের ডিসি শেখ রফিকুল ইসলাম বলেন, ‘ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না। এ বিষয়ে কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ও তা প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে সাজা দেওয়া হবে।
ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়জুর রহমান জানান, ‘সরকার চাহিদা অনুযায়ী সব ধরনের ত্রাণ দেবে। কাউকেই খাদ্য নিরাপত্তা কর্মসূচির বাইরে রাখা হবে না। সরকারের কাছে ত্রাণের পর্যাপ্ত মজুদ আছে। প্রয়োজন অনুযায়ী ত্রাণ সরবরাহ করা হবে।’
এমকে
মন্তব্য করুন